সারা বাংলা

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকা থেকে থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২ এপ্রিল) সকালে অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটারগান রয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে অস্ত্র দুটি লুট করা হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বলে নিশ্চিত করে তিনি।