জাতীয়

ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান 

ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এর আগে গতকাল ২ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইলে ভিডিও ধারণের সময় তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায় চার তরুণ। তাদের মধ্যে দুই জন মারা যান। বাকি দুই জনকে নেওয়া হয় হাসপাতালে। 

আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।