ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে আনুষ্ঠানিকভাবে অবনমিত হলো সাউথাম্পটন। রবিবার (৬ এপ্রিল) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যায় তারা। ফলে আগামী মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে সাউথাম্পটনকে।
ঘরের মাঠ টটেনহ্যাম স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই ফুলব্যাক স্পেসের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উইঙ্গার ব্রেনান জনসন। বিরতির আগে ৪২ মিনিটে জেমস ম্যাডিসনের পাস থেকে নিজের ও দলের গোল সংখ্যা দ্বিগুণ করেন জনসন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাথুজ ফের্নান্দেজ সাউথাম্পটনের হয়ে একটি গোল শোধ করেন। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাতেস তেল পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের কফাইন শেষ পেরেক ঠুকে দেন।
ইপিএলের ৩১তম রাউন্ডের খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে স্পার্স। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট অর্জন করেছে সাউথাম্পটন। ইপিএলের ইতিহাসে ৭ ম্যাচ হাতে রেখে রেলিগেটেড হয়ে যাওয়া প্রথম দলও তারা।