নখ কাটার জন্য আমরা নেইল কাটার ব্যবহার করে থাকি। এই ছোট্ট যন্ত্রটি নখ কাটার পাশাপাশি আরও অনেক কাজে লাগে।
নখ পরিষ্কার করা, নখের সাইজ ঠিক করার জন্যও নেইল কাটার ব্যবহৃত হয়। কিন্তু খেয়াল করেছেন কি, নেইল কাটারে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি কি কাজে লাগে জানেন?
নেইল কটারের ব্লেডটি এই ছিদ্রটির সঙ্গে সংযুক্ত থাকে, যা এটিকে ঘোরাতে, খুলতে ও বন্ধ করতে সহায়তা নখের টুকরো যদি নেইল কাটারে আটকে যায়, তাহলে এই ছিদ্র দিয়ে বের করা সম্ভব হতে পারে।
উল্লেখ্য, অ্যালুমিনিয়াম বা এই জাতীয় তার বাঁকানোর জন্য নেইল কাটারের এই ছিদ্রটি ব্যবহার করা যেতে পারে।