আইন ও অপরাধ

সাবেক এমপি শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিরুদ্ধে এক প্রকল্প থেকেই ৩০০ কোটি লোপাটের অভিযোগসহ অন্যান্য প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে একটি দল গঠন করা হয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা গেছে, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।