নোয়াখালীর বেগমগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বুধবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ঘটনাটি ঘটে।
আটক মো.আহসানুল কবির (৩৮) রংপুর সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশু মা-বাবার সঙ্গে পাশের ভাড়া বাসায় থাকে। শিশুটির বাবা-মা দুইজনই চাকরি করেন।
গতকাল কেউ না থাকায় বাসায় ঢুকে কবির শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, “শিশুটি গাইনী ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। অভিযুক্তও হাসপাতালে চিকিৎসাধীন।”
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি লিটন দেওয়ান বলেন, “অভিযুক্তকে স্থানীয়রা মারধর করে পুলিশে সোপর্দ করে।”