চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। রুহুল আমিন ওই এলাকার বদরুজ্জামানের ছেলে। পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় দাগ দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের পরে বিস্তারিত জানানো হবে।’’