সাতসতেরো

কাজী সাবিনা শ্রাবন্তীর কবিতা

অপ্রাপ্তি

যদি আমি চুপ হয়ে যাই,  না লাগি তোর পিছে অকারণ মিছে-মিছে খুব কি ভালো লাগবে তোর? কাটাবে সময়, কাটবে প্রহর!

মিছিলেও মানুষ একা হয় না যদি থাকে মনের যোগ আমি তোকে জ্বালাই শুধু তোকেই জ্বালাই দেখিনা আর কারো মুখ।

পৃথিবীতে কত কোটি মানুষ আমি তো শুধু একটা মানুষ চাই খুব কি বেশি চাওয়া? তবে এই একটা মানুষ পেলেই আমার হয়ে যায় পুরো পৃথিবীটাই পাওয়া...

কান পেতে রই 

নামটি ধরে ডেকে আমায় চমকে দিবে ভালোবাসার স্বপ্ন ঘোরে বিভোর হয়ে— পথের পানে চেয়ে ছিলাম পাথর চোখে যদি তুমি ভুল করে যাও অন্য পথে! তাও তুমি ভুল করেছো  করলে নাতো—

প্রহরগুলো নিরব কেমন, মেঘলা আকাশ কান্না ভেজা  গুমরে মরে প্রানের পাখি দিশেহারা তোমায় ছাড়া

কেমন আছো কেমন আছো প্রাণের সখা? তোমার চোখের স্বপ্নগুলো  তেমনি করেই এগিয়ে চলে? যেমনি করে আমার স্বপ্নে  এঁকেছিলো একটি রেখা।

এখন আমি একা পথে একা একা চলতে চলতে  কোথায় যেনো হারিয়ে গেলো তোমায় নিয়ে স্বপ্ন দেখা। ….