সারা বাংলা

খাগড়াছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুসহ নিহত ২

খাগড়াছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পৃথক দুটি ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপরে জেলার পানছড়ি ও মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আরাফত হোসেন (৭) ও মোছাম্মদ শামছুন্নাহার (৫০)।

জানা যায়, শুক্রবার বিকালে মানিকছড়ির দক্ষিণ এতসত্যা পাড়ায় বাড়ির উঠানে শিশু আরাফাত ফুটবল খেলার সময় বল পাহাড়ের নিচে পড়ে যায়। বল কুড়িয়ে আনতে যাওয়ার সময় পানি তোলার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

অপর দিকে জেলার পানছড়ির লোগাং এলাকায় নিজ বাড়িতে পাম্পের সুইচ অন করার সময় তারের জোড়া খুলে শামছুন্নাহার বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।