রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় রাজু (২০) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত কামাল ওই গ্রামের সাঈদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আকাশে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন কামাল ও তার চাচাত ভাই রাজু। চন্দনা নদীর পারে এলে হঠাৎ বজ্রপাতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। আহত রাজুকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’