অর্থনীতি

বিজিএমইএ নির্বাচনে ভোট পড়েছে ৮৭.৫০ শতাংশ

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচনে ভোট দিয়েছেন ৮৭ দশমিক ৫০ শতাংশ ভোটার। এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৭৬ জন।

ভোটগ্রহণ শেষে বিজিএমইএর অনলাইন লাইভে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে ২০২৫-২৭ মেয়াদের নেতৃত্ব ঠিক করতে ভোট দেন সদস্যরা। একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়।

জানা গেছে, বিজিএমইএর নির্বাচনে ভোটার সংখ্যা ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ভোট দিয়েছে ৮৭.৫০ শতাংশ ভোটার। ভোটারদের মধ্যে ঢাকার ১ হাজার ৫৬১ জন। চট্টগ্রামের ভোটার সংখ্যা ৩০৩ জন। 

বিজিএমইএ নির্বাচনি বোর্ডের চেয়ারম্যানের মোহাম্মদ ইকবাল জানান, এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারাই ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, ‍“আজকের নির্বাচন সুন্দর, শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার মধ্যে হয়েছে। এটি বাংলাদেশের আগামী দিনের উদাহরণ হয়ে থাকবে। সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন।”

বিজিএমইএ প্রশাসক ও ইপিবি ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, “ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে ভোট শেষ হয়েছে ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলাফল দেওয়া হবে, যা সরাসরি অনলাইনে লাইভ দেখানো হবে।”