ফিলিপাইনে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার পরপর দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। উত্তর লুজনে ভূমিধ্বসের আগে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রবিবার রাতে অরোরা প্রদেশে সুপার টাইফুন ফুং-ওং আঘাত হানার আগে দশ লাখেরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে গেছে। কর্মকর্তারা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া লুজনের অনেক অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফুং-ওংয়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।
ফিলিপাইনের সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের আরো কিছু এলাকা সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ ঝড় সতর্কতা স্তরের অধীনে রাখা হয়েছে। মেট্রো ম্যানিলা এবং কাছাকাছি প্রদেশগুলি এখনো। ৩ স্তরে রয়েছে।
নিরাপত্তা সতর্কতা হিসেবে, বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক মেট্রো ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্যাংলিসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা অফিস জানিয়েছে, ক্যাটানডুয়ানেসে একজন ডুবে মারা গেছেন এবং ক্যাটবালোগান সিটিতে ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা।