অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এরপরেও গাজায় হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে গত ২৪ ঘন্টায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
দৈনিক প্রতিবেদনে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে, যেগুলোকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এখনো অনেক হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। কারণ অ্যাম্বুলেন্স ও নাগরিক প্রতিরক্ষা দলগুলো এই সময়ে তাদের কাছে পৌঁছাতে পারছে না।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৪১ জন নিহত এবং ৬১৯ জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে ৫২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৯০ জনে পৌঁছেছে।