বিনোদন

মেসির সঙ্গে দেখা হলো শাহরুখের

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ভারতের কলকাতায় এসেছেন।  লিওনেল মেসিকে দেখতে ছুটে এসেছিলেন বলিউড বাদশা শাহরুখ খানও। দুই জগতের দুই তারকার দেখা ও কথাও হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের তথ্য,  মেসি কলকাতায় পৌঁছলে ফুটবলারকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যান আয়োজকরা। আর হোটেলে প্রবেশ করতেই মেসির সঙ্গে দেখা হয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের। হোটেলে শাহরুখ খানকে দেখেই হাসিমুখে হাত বাড়িয়ে দেন আর্জেন্টাইন এই ফুটবলার।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পল এবং উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। অন্যদিকে শাহরুখ খানের সঙ্গে ছিল তার ছেলে আব্রাহাম খান, আয়োজক শতদ্রু দত্ত এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় রাত ২টা ২৬ মিনিটে বিমানযোগে কলকাতায় পৌঁছান মেসি।নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে তিনি বের হন ৩টা ২২ মিনিটে।

বিমানবন্দর থেকে মেসি বের হওয়া মাত্রই সমর্থকদের উপচে পড়া ভিড়। তারকা ফুটবলারকে স্বাগত জানাতে আগে থেকেই অনেক সমর্থক কলকাতা বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তারা।