জাতীয়

হাদির জানাজা পড়াবেন তার বড় ভাই 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ দুপুর ২টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। 

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ওসমান হাদির চিকিৎসা বোর্ডের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক মো. আব্দুল আহাদ এ তথ্য জানান। 

তিনি বলেন, “শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।”

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।  হাদির মৃতুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে আজ। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।