জাতীয়

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হচ্ছে হাদির মরদেহ

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মরদেহ নেওয়া হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর ২টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে তার লাশবাহী ফ্রিজিং গাড়িটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা দেয়। 

এর আগে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। 

হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

জানাজার স্থানে বাংলাদেশের পতাকা ব্যতীত অন্য কোনো পতাকা না আনার আহ্বান জানিয়েছে হাদির পরিবার। 

হাদির মৃতুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে আজ। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।