রাজনীতি

আনিসুল ইসলামের বাসভবনে হামলার তীব্র নিন্দা 

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জো‌টের শীর্ষ‌নেতারা।

শনিবার (২০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা ব‌লেন, “প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়, ছায়ানট, উদীচীর কার্যালয়ে অগ্নিসংযোগ ও চট্টগ্রাম খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন, সর্ব‌শেষ জো‌টের চেয়ারম‌্যান আনিসুল ইসলাম মাহমু‌দের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘ‌টে‌ছে।নির্বাচ‌নের আগে আমরা এসব অপক‌র্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা‌চ্ছি। একইস‌ঙ্গে জ‌ড়িত‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে আই‌নের আওতায় আনার দা‌বি জানা‌চ্ছি।”

ময়মনসিংহে হিন্দু যুবককে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনার নিন্দা জানান জো‌টের নেতারা। 

বি‌বৃতি‌তে স্বাক্ষর ক‌রেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, তৃণমূল-বিএনপির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত হাবিবুর রহমান, ইসলামী জোটের চেয়ারম্যান, ওয়াহিদ ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সভাপতি সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ মুক্তি জোটের চেয়ারম্যান আবু লাইস মুন্না, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।