বিনোদন

আমি গাড়ির ভেতরে ছিটকে পড়ি, দুর্ঘটনার পর নোরা ফাতেহি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মদ্যপ এক ব্যক্তি অভিনেত্রীকে বহনকারী গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে খানিকটা আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে নোরা বললেন—“আমি এখনো ট্রমাটাইজড।”  

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন নোরা। তাতে ঘটনার বর্ণনা দিয়ে এই অভিনেত্রী বলেন, “মদ্যপ এক ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছিল এবং আমার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ভাগ্যবশত, ধাক্কাটা খুবই তীব্র ছিল এবং গাড়ির ভেতরে ছিটকে পড়ি। গাড়ির জানালার সঙ্গে মাথায় আঘাত পাই।” 

ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত বলে মনে করেন নোরা ফাতেহি। এ অভিনেত্রীর ভাষায়—“আমি বেঁচে আছি এবং ভালো আছি। কিছুটা আঘাত পেয়েছি। মাথায় আঘাত ও ফোলা ছাড়া আমি ঠিক আছি; এজন্য আমি কৃতজ্ঞ। এই দুর্ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত। আমি এটা বলতে এসেছি যে, এ কারণেই কখনো মদ খেয়ে গাড়ি চালানো উচিত নয়। শুরু থেকেই আমি অ্যালকোহল ঘৃণা করি।” 

কখনো মদ পান করেননি নোরা ফাতেহি। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “আমি সবসময়ই অ্যালকোহলের বিরুদ্ধে। কখনো এটি সেবন করিনি। মাদক বা গাঁজা কখনো ব্যবহার করিনি। যা কিছু মানুষের মানসিক অবস্থা বদলে দেয়, যার কারণে সতর্ক থাকতে পারেন না, এমন যা কিছু রয়েছে তার প্রচার করি না, এমনকি, আশেপাশেও থাকতে পছন্দ করি না।” 

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নোরা ফাতেহি বলেন, “এসব বলার পর, আমি শুধু সবাইকে জানাতে চাই যে, আমি ঠিক আছি। কিছু সময় ব্যথায় ভুগব। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি বেঁচে আছি। আমি মিথ্যে বলব না—ওটা ছিল খুবই ভয়ংকর, আতঙ্কজনক, ট্রমাটিক একটা মুহূর্ত। আমি এখনো কিছুটা ট্রমাটাইজড।” 

শনিবার (২০ ডিসেম্বর) বিকালে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নোরা ফাতেহি। মদ্যপ অবস্থায় এক চালক নোরাকে বহনকারী গাড়িটিতে ধাক্কা মারে। পুলিশ ২৭ বছর বয়সি বিনয় সাকপালকে ওই মদ্যপ চালককে গ্রেপ্তার করেছে। 

দুর্ঘটনার পরও নোরা ফাতেহি তার পেশাগত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন নোরা। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেছেন। 

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী।   

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।   

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।