সারা বাংলা

সিরাজগঞ্জের তরুণ নিখোঁজের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার এক তরুণ নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামের আবুল কালাম আজাদ, তার মেয়ে সোনিয়া খাতুন ও মেয়ের জামাই মোন্নাফ প্রামাণিক।

নিখোঁজ রাকিবুল ইসলাম স্বাধীন (২৩) উপজেলার বড়হর ইউনিয়নের ইসলামপুর ভুতগাছা গ্রামের গোলাম কিবরিয়া ফিরোজের ছেলে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, স্বাধীনকে ইতালি পাঠানোর জন্য তার পরিবারের কাছ থেকে প্রথমে ২৫ লাখ টাকা নেন কালাম। এরপর চলতি বছরের ২২ মে স্বাধীন বিমানবন্দর থেকে বাংলাদেশ ত্যাগ করেন। তাকে প্রথমে ভারতের চেন্নাই, এরপর পর্যায়ক্রমে দুবাই, শ্রীলঙ্কা, মিশর ও সবশেষ লিবিয়া নিয়ে যাওয়া হয়।

মাঝপথে স্বাধীন আটক হয়ে কারাগারে আছেন, এমন কথা বলে তার পরিবারের কাছ থেকে দুই দফায় আরো ১০ লাখ নেয় দালাল কালাম। এ অবস্থায় ১২ নভেম্বর লিবিয়ার উপকূল থেকে একটি ট্রলারে করে ১২২ জনকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পাঠানোর চেষ্টা করেন দালালরা।

কিছুদূর যাওয়ার পর ট্রলারটি আংশিক ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা স্বাধীনসহ ৯৭ জনকে মারধরের পর হত্যা করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর স্বজনরা শনিবার বিকেলে দালাল কালামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় রাতেই স্বাধীনের বাবা বাদী হয়ে মামলা করেন।

উল্লাপাড়া থানার ওসি মো. নুরে আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।