আন্তর্জাতিক

আবারো ভেনেজুয়েলার জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে মার্কিন অভিযান

ভেনেজুয়েলার কাছে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন কোস্টগার্ড একটি তেল ট্যাঙ্কারের পিছনে ধাওয়া করছে। চলতি সপ্তাহান্তে এটি দ্বিতীয় এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় অভিযান বলে রবিবার জানিয়েছে রয়টার্স।

একজন কর্মকর্তা মার্কিন জানিয়েছেন, ট্যাঙ্কারটি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা অভিযানের নির্দিষ্ট স্থান সম্পর্কে কিছু জানাননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় প্রবেশ এবং বের হওয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা সকল তেল ট্যাঙ্কার আটকানোর ঘোষণা দিয়েছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর ট্রাম্প চাপ দিতেই দেশটির তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে জাহাজগুলোতে দুই ডজনেরও বেশি সামরিক হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন।

হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট রবিবার জানিয়েছেন, আটক করা প্রথম দুটি তেল ট্যাঙ্কার কালোবাজারে কাজ করছিল এবং নিষেধাজ্ঞা আরোপিত দেশগুলোতে তেল সরবরাহ করছিল।

তিনি বলেছেন, “তাই আমি মনে করি না যে এই জাহাজ আটকের কারণে যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়বে বলে চিন্তিত হওয়ার দরকার আছে। এখানে মাত্র দু'একটি জাহাজ আছে, এবং সেগুলি ছিল কালোবাজারি জাহাজ।”