পাভেল রহমান : চলতি বছরের এপ্রিল মাসে বেশ ঘটা করেই বিয়ে করেছিলেন অভিনেত্রী ফারজানা ছবি। বিয়ের পর মাত্র পাঁচ মাসেই মা হলেন তিনি। ২২ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এ অভিনেত্রী।ফারজানা ছবির স্বামী তন্ময় সরকার রাইজিংবিডিকে জানান, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে পুত্রসন্তানের জন্ম দেন ছবি। এখন মা ও সন্তান ভালো আছেন। তবে ছবি এখনো চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।তন্ময় আরো জানান, এ বছরের নভেম্বরে মা হওয়ার তারিখ জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের প্রসব করতে হয়েছে। সন্তানের নাম এখনো ঠিক হয়নি বলে জানান তন্ময়।
অভিনেত্রী ফারজানা ছবি ও তন্ময় সরকার ভালোবেসে বিয়ে করেন চলতি বছরের ১৭ এপ্রিল। এরপর ৯ মে সম্পন্ন হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের অনেক তারকা এবং সাংবাদিকরা। ছবির স্বামী তন্ময় সরকার ঢাকা কমার্স কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মূলত কমার্স কলেজ থেকেই ছবির সঙ্গে তন্ময়ের পরিচয় ও বন্ধুত্ব। পরবর্তী সময়ে সেই বন্ধুত্বই বিয়ে পর্যন্ত গড়ায়। রাইজিংবিডি/ঢাকা/২২ সেপ্টেম্বর ২০১৪/পাভেল/রাশেদ শাওন/কমল কর্মকার