আন্তর্জাতিক

বিশ্বসেরা জাতীয় সংগীত জন-গণ-মন

কলকাতা প্রতিনিধি : বিশ্বের দরবারে সেরা জাতীয় সংগীতের শিরোপা পেল ভারতের জাতীয় সঙ্গীত “জন-গণ-মন”। ইউনেস্কোর কাছ থেকে বৃহস্পতিবার এই শিরোপা পেল বাঙালির প্রাণের ঠাকুরের লেখা এই গান। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি এই গানকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়।

 

প্রসঙ্গত, ভারতের স্বাধীনতার প্রাক্কালে কোনো জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়নি। ১৯৪৭ সালে স্বাধীনতার পরেই রাষ্ট্রসংঘে ভারতীয় প্রতিনিধিদলের কাছে এক অনুষ্ঠানে বাজানোর জন্য ভারতের জাতীয় সঙ্গীতের একটি রেকর্ড চাওয়া হয়। তখনই কেন্দ্রীয় সরকার জন-গণ-মন গানটি বাজানোর পক্ষে মত দেয়। সরকারের অনুমতিতে রাষ্ট্রসংঘের অর্কেস্ট্রাসহ গানটির একটি গ্রামোফোন রেকর্ড বাজানো হয়।

 

দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরে নিজের বক্তব্যে বলেছিলেন, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও রাষ্ট্রের প্রতিনিধিরা গানটির ভূয়সী প্রশংসা করেন। তখনই জন-গণ-মন-কেই ভারতের জাতীয় সঙ্গীত করার পক্ষে বিশেষজ্ঞরা মতপ্রকাশ করেন।

 

শোনা যায়, নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, জন-গণ-মন গানটি নাকি জার্মানদের মত জাত্যভিমানী জাতির কাছেও বিশেষভাবে প্রশংসা পেয়েছিল।

 

গীতিকার তথা সুরকার অতুল প্রসাদ লিখেছিলেন, “ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।’’ আর সেই দিনই বুঝি ভারতবাসীর কাছে অজান্তেই উপস্থিত।

 

এদিন “জন-গণ-মন অধিনায়কে” শিহরিত গোটা বিশ্ব। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাল ইউনেস্কো।

   

রাইজিংবিডি/কলকাতা/৭ নভেম্বর ২০১৪/মৌমিতা/দিলারা