সচিবালয় প্রতিবেদক : মিথ্যা ঘোষণা এবং ফাইটো স্যানিটারি সার্টিফিকেট (পিসি) না নিয়ে অবৈধভাবে পান, শাকসবজি, ফলসহ কৃষি পণ্য রফতানির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার।পিসি ছাড়া পণ্য রফতানির অভিযোগে গত এক মাসে আট ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া ১০ থেকে ১২ ব্যবসায়ীর রফতানি লাইসেন্স বাতিল করা হয়েছে।সুত্র জানায়, কৃষিপণ্য রফতানির জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট (পিসি) নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু কতিপয় ব্যবসায়ী পিসি না নিয়ে রফতানি করছেন। এজন্য ইইউ থেকে বিভিন্ন পণ্যের চালানের বিষয়ে আপত্তি আসছে।এ প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, কোন কোন ব্যবসায়ী পিসি না নিয়ে পণ্য পাঠিয়ে সবজি রফতানি ক্ষতিগ্রস্ত করছেন। এখন থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নেই এমন প্রত্যায়নসহ পিসি ছাড়া কোন পণ্য রফতানি করা যাবে না। কেউ এটা করলে মামলাসহ লাইসেন্স বাতিল করা হবে।
রাইজিংবিডি/ঢাকা ১ মার্চ ২০১৫/শফিক/নওশের