ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর (১৫) অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে তিন লাখ চাঁদা চাওয়া হয়েছে। সেই অভিযোগে মধুখালী থানায় তিন যুবকের নামে মামলা হলে পুলিশ দুজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।মধুখালী থানা পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার তেলীকান্দি গ্রামে বাড়ি মেয়েটির। সে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের সময় পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামের মৃত সালাম মল্লিকের ছেলে রিহাদ মল্লিক (২৫), তেলীকান্দি গ্রামের সিদ্দিক সেখের ছেলে বাশার সেখ (২৬) এবং শ্রীরামপুর গ্রামের ওহিদুল মল্লিকের ছেলে তাকচির (২৪) তাকে সবসময় উত্ত্যক্ত করত।গত ২৫ ফেব্রুয়ারি সকালে ছাত্রীটি স্কুলে যাচ্ছিল। পথে শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের সামনে আসামাত্র বখাটে রিহাদ, বাশার ও তাকচিরসহ অজ্ঞাত আরো দুই যুবক ওই ছাত্রীর উড়না টেনে শ্লীলতাহানির টেষ্টা চালায়। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসে। বখাটেদের হাত থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেয়।সেই ঘটনা বখাটে যুবকরা ভিডিও করে। পরে সেটি সম্পাদনা করে একটি অশ্লীল ভিডিও তৈরী করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ছাত্রীর বাবার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবী করে।মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার এসআই সাইফুল আলম জানান, ওই ছাত্রীর বাবা গত শনিবার মধুখালী থানায় এ ব্যাপারে অভিযোগ দেয়। তার প্রেক্ষিতে রিহাদ ও তাকচিরকে আটক করে রোববার ফরিদপুর কোর্টে প্রেরণ করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ সংশোধিত/০৩ এর ১০/৩০ ধারাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭(২) ধারা যৌন নিপীড়ণ ও সহায়তাসহ অশ্লীল ভিডিও চিত্র মোবাইলে প্রচার করার অপরাধে মধুখালী থানা মামলা হয়েছে। মামলা নং-১, তারিখ ০১-০৩-১৫।
রাইজিংবিডি/ফরিদপুর/১ মার্চ ২০১৫/মনিরুল ইসলাম টিটো/সনি