ফটো ফিচার

ছবিতে ‘সীতা রামাম’র নায়িকা ম্রুণাল

ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ইতোমধ্যে ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি ম্রুণাল অভিনীত ‘সীতা রামাম’ সিনেমাটি মুক্তি পেয়েছে। দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছে এটি। পাশাপাশি হানু রাঘবাপুতি পরিচালিত সিনেমাটি মুক্তির পর বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।

রোমান্টিক-ড্রামা ঘরানার এই সিনেমার প্রেক্ষাপট ১৯৬০-এর দশকের কাশ্মীর। এতে আরো আছেন অভিনেতা দুলকার সালমান ও রাশমিকা মান্দানা। ভারতীয় লেফটেন্যান্ট রামের চরিত্রে অভিনয় করেছেন দুলকার। অন্যদিকে, রাশমিকার চরিত্রের নাম আফরিন। ম্রুণালকে সীতা চরিত্রে তাকে দেখা গেছে। ‘সীতা রামাম’ সিনেমার সীতাকে নিয়েই এই ফটো ফিচার।

ম্রুণালের জন্ম ভারতের মহারাষ্ট্রে

হিন্দি ভাষার ‘মুঝে কুছ কেহতি ইয়ে খামোশিয়া’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি

মারাঠি ভাষার ‘বিট্টি দান্দু’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ম্রুণাল

আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ম্রুণাল কিন্তু পরে আর চুক্তিবদ্ধ হননি তিনি

সালমান খানের ‘সুলতান’ সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন ম্রুণাল, তবে শেষ পর্যন্ত এতে অভিনয় করা হয়নি তার