ফটো ফিচার

প্রেমে পড়লেই কি কমিটেড হতে হবে, প্রশ্ন জয়ার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের সীমা পেরিয়ে ভারতে অভিনয় ও রূপের দ্যুতি ছড়িয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় সিনেমা। এরই মধ্যে ওপার বাংলার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে পুরস্কার।

ব্যক্তিগত জীবনে মডেল-অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। কিন্তু ২০১২ সালে ভেঙে যায় তাদের ১৪ বছরের সংসার। তারপর থেকে সিঙ্গেল জীবন যাপন করছেন জয়া।

 

জয়া আহসানের নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। প্রাক্তন ও বর্তমান সম্পর্কের টানাপড়েনের গল্প সিনেমাটিতে বলেছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। ২ জুন মুক্তিপ্রাপ্ত এ সিনেমা দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়ার ব্যক্তিগত জীবনও সামনে এসেছে। দাম্পত্য জীবন, প্রেম নানা বিষয়ে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

 

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং করতে গিয়ে কোনো প্রাক্তনের কথা মনে পড়েছিল কিনা? এ প্রশ্নের জবাবে জয়া আহসান বলেন, ‘আমরা শিল্পীরা স্বার্থপর। কারণ আমরা কত প্রাক্তনকে সামনে আনি, মেরে ফেলি!’

 

বিয়ে, দাম্পত্য জীবনে বিশ্বাস করেন কিনা? এ প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমি রিলেশনশীপে বিশ্বাস করি। সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে, একজন পুরুষের সঙ্গে একজন নারীর সম্পর্ক হতে পারে, সেটা পুরুষে পুরুষে হতে পারে কিংবা নারীতে নারীতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশনশীপ। সবগুলোর মূল্য আমার কাছে একই রকম।’

 

প্রেমে পড়া নাকি নন কমিটেড? সঞ্চালকের এমন এক প্রশ্নের উত্তরে জয়া উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন— ‘প্রেমে পড়লেই কি কমিটেড হতে হবে?’

 

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার প্রচারে বর্তমানে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন জয়া আহসান। সিনেমাটিতে জয়ার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলির মতো গুণী তারকা শিল্পীরা।