নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, দেশজুড়ে গুম, খুন চলছে।
এর সঙ্গে মানব পাচার যুক্ত হওয়ায় দেশবাসী এখন চরম আতঙ্কে। খুন গুম তো রয়েছেই, মানব পাচারের ঘটনা সরকারের আরেক ব্যর্থতা।’
পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটনেতা আহসান হাবিব লিংকনের কারামুক্তি উপলক্ষ্যে বুধবার বিকেলে গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত সম্বর্ধনা সভায় সভাপতির বক্তব্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কাজী জাফর বলেন, সরকারের ব্যর্থতায় কর্মসংস্থান না পেয়ে দেশের মানুষ অবৈধ পথে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিদেশ যাচ্ছে। মালয়েশিয়া, থাইল্যা- ও ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলে একের পর এক গণকবরের সন্ধান মিলছে। এতে বাংলদেশিদের ভাগ্য নিয়ে আতঙ্কিত।
তিনি বলেন, দালালচক্রের মুক্তিপণ আদায় ও নির্মম নির্যাতনের শিকার হয়ে হাজার-হাজার বাংলাদেশির ঠাঁই হচ্ছে গণকবরে, নয় তো সাগরের নোনাজলে। সরকারের ব্যর্থতায় এসব ঘটনা ঘটে চলছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে জনপ্রতিনিধিরাও জড়িত।
তিনি কারামুক্ত দলের প্রেসিডিয়াম সদস্য লিংকনকে একজন দেশপ্রেমিক ও সাহসী রাজনীতিক উল্লেখ করে নেতাদের আজীবন সত্য ন্যায়ের পক্ষে লড়াই করে যাওয়ার আহ্বান জানান।
সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন মন্ত্রী ড. টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরী, পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস. এম. আলম, নওয়াব আলী আব্বাস খান, আনোয়ারা বেগম, খালেকুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া, আলহাজ সেলিম মাস্টার, ভাইস চেয়ারম্যান ড. নুরুল আজহার শামীম, যুগ্ম-মহাসচিব এস এম শামীম, যুব সংহতির আহবায়ক মহসিন সরকার, ছাত্র সমাজের আহবায়ক মামুন-উল-হাসিব ভূঁইয়া, সদস্য সচিব কাজী ফয়েজ আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-আহবায়ক লোকমান হোসেন প্রমুখ।
রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৫/নঈমুদ্দিন/নওশের