রাজনীতি

এরশাদের মৃত্যুবার্ষিকীতে ১৬ স্পটে এমপি বাবলার খাবার বিতরণ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষনেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর ১৬টি স্পটে দশ সহস্রাধিক মানুযের মাঝে খাবার বিতরণ করেছেন পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

বুধবার (১৪ জুলাই) বেলা ১২টায় জাপার কাকরাইল কার্যালয়ে সামনে স্মরণসভা শেষে এই খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এ সময় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, উপদেষ্টা জহিরুল আলম রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানী কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে খাবার বিতরণ শেষে বাবলা তার নির্বাচনী এলাকা শ্যামপুর ও কদমতলীতে যান। তিনি মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি, সায়দাবাদ, দয়াগঞ্জে ভাসমান মানুষের মাঝেও খাদ্য বিতরণ করেন তিনি।

দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বাবলা শ্যামপুর-কদমতলীর ধোলাইপাড় মোড়, মুরাদপুর, জুরাইন রেলগেট, জুরাইন বাজার, চৌরাস্তা মোড়, বিক্রমপুর প্লাজা, মুন্সিবাড়ী, মীর হাজিরবাগসহ মোট ১৬টি স্পটে খাবার বিতরণ করেন।

এ সময় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, উপদেষ্টা জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, সমীর দে, মারুফ হাসান মাসুম, মো. রনি, লিটন আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।