ঢাকা মহানগরের নতুন কমিটি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩ আগস্ট) উত্তরার বাসায় মহানগর উত্তর-দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘এই দুটি কমিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠন করা হয়েছে। কমিটি দুটির প্রতি সারাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি।’ বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এটা (নতুন কমিটি গঠন) নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের প্রত্যাশা হলো, এই কমিটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটি গুণগত পরিবর্তন নিয়ে আসা। বর্তমানে অগণতান্ত্রিক একটি সরকার আমাদের সমস্ত আশা-আকাংখা বিনষ্ট করে দিচ্ছে- সেখানে তারা দায়িত্ব পালন করবেন, ভূমিকা রাখবেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। সেই দলের যখন একটি কমিটি তৈরি করা হয় তখন ছোট-খাটো সমস্যা থাকতেই পারে। পরীক্ষিত নেতৃবৃন্দকে দিয়েই এই কমিটি করা হয়েছে। প্রবীন এবং নবীনের সমন্বয়ে করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটি কার্যকরী কমিটি হবে বলে আমাদের বিশ্বাস।’
আমানউল্লাহ আমানের নেতৃত্বে উত্তরের ৪৭ সদস্য এবং আবদুস সালামের নেতৃত্বে দক্ষিণের ৪৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের সদস্য সচিব হয়েছেন আমীনুল হক এবং দক্ষিণের রফিকুল আলম মজনু।
মহানগর উত্তরের নতুন আহ্বায়ক দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান জানান, প্রয়োজন হলে ৯০ এর মতো আরেক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈরাচারী অগণতান্ত্রিক, অবৈধ, সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর আন্দোলন-সংগ্রাম করা হবে।
মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বলেন, ‘সবাইকে সাথে নিয়ে এই দায়িত্ব আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি সেই চেষ্টা করব।’