রাজনীতি

বাস্তবতাবিবর্জিত বাজেট: ইসলামী ফ্রন্ট 

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবতাবিবর্জিত বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। 

শুক্রবার (২ জুন) বাজেট প্রতিক্রিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ যৌথ বিবৃতিতে বলেছেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। এতে সমস্যার কিছুটা স্বীকৃতি আছে, কিন্তু সমাধান নেই। মূল্যস্ফীতি কমানোর সুস্পষ্ট বিশ্লেষণ নেই। বাজেটে প্রায় ২ লাখ ৬২ হাজার কোটি টাকা ঘাটতি আছে। মূল্যস্ফীতি কমানোর কার্যকর কোনো সুরাহা হবে না। জনগণের ওপর চাপ বাড়বে। কিছু বিষয় সম্পূর্ণ অযৌক্তিক, যেমন: রিটার্ন জমা দিলেই ২ হাজার টাকা কর দিতে হবে। অথচ, সরকারি-বেসরকারি ৩৮ প্রকার সেবা নিতে রিটার্ন জমার রশিদ লাগে। এখন করযোগ্য আয় না থাকলেও ২ হাজার টাকা কর দিতে হবে। 

তারা আরও বলেন, বাজেটের কারণে সিলিন্ডার গ্যাসের দাম আবারও বাড়বে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বারবার বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে জনগণের ত্রাহি অবস্থা। 

ইসলামী ফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ নেই বাজেটে। বাস্তবতাবিবর্জিত বিশাল বাজেট বাস্তবায়ন সরকারের জন্য চ্যালেঞ্জিং। সাধারণের ওপর করের বোঝা চাপিয়ে দিয়ে লক্ষ্যমাত্রা অর্জন ও মূদ্রাস্ফীতি কমিয়ে আনা কতটুকু সম্ভব হবে, সময় বলে দেবে।