রাজনীতি

বিশেষ টাস্কফোর্স গঠন ক‌রে বাজার নিয়ন্ত্রণ দা‌বি ইসলামী জো‌টের

বিশেষ টাস্কফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জা‌নি‌য়ে‌ছে প্রগতিশীল ইসলামী জোট। একইস‌ঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণের দা‌বিও জানায় জোট‌টি।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগানে প্রগতিশীল ইসলামীর জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ দা‌বি জান‌ানো হয়।

প্রগতিশীল ইসলামী জোটের নেতারা ব‌লেন, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূলের কারণে মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার কারণে সরকারি কোনও নির্দেশনা কাজে লাগছে না। একশ্রেণির মুনাফাখোর ব্যবসায়ীদের জন্য পুরো জাতির সামনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

সাবেক সংসদ সদস্য ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করেন, মাওলানা হারিছুল হক, সৈয়দ সামসুল আলম হাসু, আতাউল্লাহ খান, মুফতি সৈয়দ মাহাদী হাসান বুলবুল, সামসুল আলম চৌধুরী, অধ্যাপক কাজী মহিউদ্দিন সৌরভ, খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান উদ্দিন প্রধান, ফয়েজ আহমেদ চৌধুরী, মাওলানা আতাউর রহমান আতিকী, মো. নাঈম হাসান, ডা. মোহাম্মাদ সম্রাট জুয়েল, মো. আখতার হোসেন, হাবিব উদ্দিন আহম্মেদ, মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও জোটের সমন্বয়কারী অ্যাডভোকেট নুরুল ইসলাম খান। 

বৈঠকে জোটের নেতারা উল্লেখ করেছেন, সাধারণ মানুষের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডেঙ্গুর কারণে অতিষ্ট হয়ে পড়েছে। দুই সিটি করপোরেশন ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার কারণে স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রণালয়, অধিদপ্তর, দুই সিটি করপোরেশন কোনওভাবেই দায় এড়াতে পারে না। আগামী নির্বাচনের আগে সরকারের ভেতরের এসব ব্যর্থতার নেপথ্যে কী, তা অনুসন্ধানের দাবি রাখে।