রাজনীতি

বেগম খালেদা জিয়াকে আবারও কেবিনে স্থানান্তর

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিএনপি মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সকালে মেডিক্যাল বোর্ডের পরামর্শে কেবিনে নিয়ে আসা হয়েছে।

বিএনপি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করতে বৈঠকে বসে। বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী রোববার মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।

প্রসঙ্গত, মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভার ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।