জাতীয় পার্টির (রওশন এরশাদ) সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্র বিশ্বাস করে। মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। কঠিন পরিস্থিতিতেও নির্বাচন বর্জন করে না। সাবেক রাষ্ট্রপতি জেলে থাকা অবস্থায়ও নির্বাচন করেছে। আগামী সংসদ নির্বাচনও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি অংশ নেবে।
বৃহস্পতিবার গুলশানে দলের কার্যালয়ে লক্ষ্মীপুর, বান্দরবান, হবিগঞ্জ, সাতক্ষীরা, মাগুরা, নওগাঁ ও রাজশাহী জাতীয় পার্টির নেতাদের সাথে কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ দলের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় জনগণের সাথে নির্বাচনী গণসংযোগ বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, নির্বাচনী এলাকায় ঝাঁপিয়ে পড়ুন। ভোটরাদের ঘরে ঘরে যান। দলকে শক্তিশালী করে লাঙ্গলের দূর্গ গড়ে তুলেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ছিলেন রাহ্গির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)-এমপি।
তিনি বলেন, ইনশাল্লাহ যথাসময়ে জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। আমরা যে রাজনীতি করছি তা রাষ্ট্র ও সমাজ কাঠামো বদলানোর রাজনীতি। এটিই হুসেইন মুহম্মদ এরশাদের রাজনীতির দর্শন। আসুন, আমরা সবাইকে নিয়ে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হই।
অধ্যাপক ইকবাল হোসেন রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম এম আলম, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, সাবেক এমপি- এম এ গোফরান, শাহ আশরাফ উদ্দিন শামীম, আজিজ চৌধুরী, মহানগর পশ্চিম এর আহ্বায়ক মোস্তাকুর রহমান মোস্তাক, আজমল হোসেন জিতু, তৌহিদুল আলম খান, মো. আসাদ, সরদার জুয়েল, নাসির আহমেদ, মোড়ল আবদুস সাত্তার, শেখ মিজানুর রহমান, রতন কুমার মিত্র, বাবুল সংকর পাল, সাখাওয়াত হোসেন, মঞ্জুরুল হক সাচ্চা, জিয়াউল হক জুয়েল ও, সাজেদা শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা, আসমা আজিজ, ছাত্রনেতা আবু সাঈদ লিয়ন।