রাজনীতি

সাংবাদিক হামিদকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে বিএনপির নেতারা

বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চের সংবাদ কাভার করতে গিয়ে গত ৪ অক্টোবর (বুধবার) মধ্যরাতে আমার সংবাদ মাল্টিমিডিয়ার সাংবাদিক আব্দুল হামিদ অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে আব্দুল হামিদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার (৭ অক্টোবর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল হামিদের চিকিৎসার বিষয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম নিয়মিত খোঁজ রাখছেন। তিনি আব্দুল হামিদকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে গেছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শনিবার অসুস্থ আব্দুল হামিদকে দেখতে বিএসএমএমইউ হাসপাতালে যান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। গত বুধবার থেকে তিনি আব্দুল হামিদকে কুমিল্লায় হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে ঢাকায় স্থানান্তরের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ রাখছেন।