রাজনীতি

আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন শাহরিয়ার আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় তার সঙ্গে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন নির্বাচিত হয়ে বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।