রাজনীতি

বিএনপির দুই নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসানকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিপূর্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। নির্দেশক্রমে মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।