রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়ক ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর  সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রির্টানিং অফিসার মো. সাবিরুল ইসলামের কাছে তি‌নি মনোনয়নপত্র জমা দেন।

এর আগে গত ২৬ নভেম্বর বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা-১০ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌস এর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।