রাজনীতি

ডিসেম্বরের ১৪ ও ১৬ বিএনপির কর্মসূচি ঘোষণা

সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে আন্দোলন করছে বিএনপি। এর মধ্যে, ২৮ অক্টোবরের পর থেকে ক্রমাগত হরতাল ও অবরোধের কর্মসূচি দিয়ে আসছে দলটি। এ অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিএনপির তরফ থেকে।

এ দুই দিবসে বিএনপি নেতারা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে রওনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।

আর ১৬ ডিসেম্বর শনিবার সকালে গুলশান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি নেতারা। এরপর, বিএনপির নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।