রাজনীতি

ঢাকা-১৭ আসন থে‌কে স‌রে দাঁড়া‌লেন জিএম কা‌দের

ঢাকা- ১৭ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৭ ডিসেম্বর) বিকে‌লে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করে নেন পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়নপত্র নিয়েছিলেন। ম‌নোনয়ন প্রত‌্যাহার করায় জাপা চেয়ারম্যান রংপুর-৩ সংসদীয় আসনে লড়‌বেন।

রংপুর-৩ আসন‌টি জাতীয় পা‌র্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হু‌সেইন মুহম্মদ এরশা‌দের। তার মৃত‌্যুর পর ছে‌লে রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ উপ‌-নির্বাচ‌নে সংসদ সদস‌্য নির্বা‌চিত হন। সাদ‌কে ম‌নোনয়ন না দি‌য়ে এবার চাচা জিএম কা‌দের নি‌জেই এ আসন থে‌কে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ কার‌ণে ক্ষুব্ধ হ‌য়ে শেষ পর্যন্ত বি‌রো‌ধী নেতা রওশন এরশাদ আর নির্বাচন ক‌রেননি।