রাজনীতি

কোনো হুমকি-ধমকিতে ভয় পাই না: বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতি ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আর যদি কেউ ভোটারদের প্রদত্ত ভোট ছিনতাইয়ের চেষ্টা করে জয়লাভ করার চিন্তা করেন, ভোটকেন্দ্র দখল করার কথা ভাবছেন সে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমি বাবলার জন্ম এ এলাকায়। কোনো হুমকি-ধমকিতে আমি ভয় পাই না।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ৪৭ নং ওয়ার্ডে ব্যাংক কলোনী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী শ্যামপুর বালুর মাঠ, শিল্পাঞ্চল, ঢাকা ম্যাচ, ৫৪ নং ওয়ার্ডের তুলা বাগিচা, জুরাইন মিষ্টি দোকান, কমিশনার রোড এবং বিক্রমপুর প্লাজার সামনে লাঙ্গলে ভোট চেয়ে বাবলা গণসংযোগ করেন এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

বাবলা বলেন, লাঙলে ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। উন্নয়নের ছোঁয়া পায়। কারণ, জাপা এমপিরা কমিশনবাজি করে না। দলের নেতারা টেন্ডারবাজি করে না। এ এলাকায় কারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার, তা বিবেচনায় রেখে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান বাবলা।

দিনব্যাপী গণসংযোগকালে জাপা ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীন, কবির আহমেদসহ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।