রাজনীতি

কারাবন্দি স্বপন ও এ্যানির পরিবারের পাশে বিএনপির নেতারা

তিন মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, কারাবন্দি নেতাদের বাসায় গিয়ে তাদের স্বজনদের খোঁজ-খবর নিচ্ছেন দলটির শীর্ষ নেতারা। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জহির উদ্দিন স্বপন ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। এ সময় তারা প্রতিশ্রুতি দেন যে, যেকোনো পরিস্থিতিতে কারাবন্দি নেতাদের পরিবারের পাশে থাকবে বিএনপি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের কয়েকদিন আগে গ্রেপ্তার হন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর পুলিশের দায়ের করা মামলায় জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি আছেন।