রাজনীতি

বিএনপির নেতাকর্মীদের হত্যা করে আ.লীগ ক্ষমতায়: সেলিমা রহমান

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ২৮ অক্টোবর আমাদের সমাবেশকে ভয় পেয়ে পণ্ড করে দিয়েছে সরকার। হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করেছে।

সোমবার (১১ মার্চ) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচন ছিল না। এটা শুধু আনুষ্ঠানিকতা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর। সারা বিশ্ব জানে, এখানে কোনো ভোট হয়নি।

তিনি বলেন, যেকোনো দেশে আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে। অনেক নারী স্বামী-সন্তানকে মুক্তিযুদ্ধে এগিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন, ৯০ এর আন্দোলন, সব সময় নারীরা এগিয়ে ছিল। আগামীতে বিএনপির আন্দোলনেও নারীরা এগিয়ে থাকবে। চলমান আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখবে নারী নেতৃত্ব।

৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি- মন্তব্য করে সেলিমা রহমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। আর এই ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। যে কারণে তারা নিজেরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকে।