রাজনীতি

দেশ বাঁচাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনে থাকবে বিএনপি। দলের পক্ষ থেকে খুব শিগগির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজধানীর শান্তিনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে দেখতে যান আব্দুল মঈন খান। মুন্নার শারীরিক অবস্থা ও তার পরিবারের খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের উল্লিখিত কথাগুলো বলেন তিনি।

বাসায় খোঁজ নিতে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ড. মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুন্না।

দীর্ঘ ১১ মাস পর কারামুক্ত হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না। তার খোঁজ নিতে মঈন খানের সঙ্গে গিয়েছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ওমর ফারুক মুন্নাসহ অনেকে।