রাজনীতি

দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছে: জিএম কাদের

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রমজানে দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছেন না। মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোররা কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছে। দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছেন। 

রোববার (১৭ মার্চ) পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তি‌নি এসব কথা ব‌লেন।

সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। একশ্রেণির মানুষ ভোগ-বিলাসে দিন কাটাচ্ছেন। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে অভি‌যোগ ক‌রে জাপা চেয়ারম‌্যান ব‌লেন, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষের কথা বিবেচনা করলে হবে না। বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য। মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বৈষম্যের শিকার মানুষদের বাঁচাতে হবে। গরিব মানুষদের বাঁচাতে সরকারের কোনও আশ্বাস বাস্তবায়ন হয়নি। সহায়তার নামে নিজেদের দলীয় কিছু মানুষকে সাহায্য করা হচ্ছে। ন্যায়বিচার বঞ্চিত এই মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারকে বাধ্য করব।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমাদের দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কাঁচামালের অভাবে। ডলার সংকটে অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। সরকার প্রতিটি কাজ ধুমধামে করছে, তাতে মনে হয় না দেশে অর্থনৈতিক সংকট আছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষের টাকায় চাকচিক্য দেখানো হচ্ছে।  ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে চাই। বেশির ভাগ মানুষ কষ্ট করবে, আর কিছু মানুষ রাজা-বাদশার মত জীবন কাটাবে তা হতে পারে না। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের পাশাপাশি সারা বিশ্বের অশান্তি নিরসনে কাজ করতে চাই। 

এতে বক্তব‌্য রা‌খেন বিরোধীদলীয় চিফ হুইপ ও পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সুলতান আহমেদ সেলিম, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, শামসুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, রফিকুল আলম সেলিম, মাহমুদুল হাসান আলাল, মো. আল আমিন, মাহবুবুল আলম প্রমুখ।