সহস্রাধিক দরিদ্র মানুষকে নিয়ে সেহরির আয়োজন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে সোমবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ আয়োজন করা হয়। খাবারের তালিকায় ছিল—সাদা ভাত, মুরগির মাংস ও ডাল।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। সুবিধাবঞ্চিত এসব মানুষের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও সেহরি করেন।
সজল কুন্ডু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সব সময় মানুষের জন্য কাজ করেছে, তাদের পাশে দাঁড়িয়েছে। এবারও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল না করে যেন সেই অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াই। সেই নির্দেশ মোতাবেক ছাত্রলীগের আজকের এই সেহরির আয়োজন। এ আয়োজন অব্যাহত থাকবে।