রাজনীতি

লন্ডনে ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিএনপি নেতাদের মুক্তির দাবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্যস্থ ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপ। 

এ সময় বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 

শনিবার (৬ এপ্রিল) পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোল টেবিল বৈঠকে কারাবন্দি বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবির পাশাপাশি সীমান্তে হত্যার প্রতিবাদও করা হয়েছে। 

দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ বুয়েটে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে ছাত্রলীগের কার্যকলাপ পুনঃপ্রতিষ্ঠারও প্রতিবাদ জানিয়েছে ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপ। 

সংগঠনের সভাপতি শরিফুল বলেন, যারা সীমান্তে বাংলাদেশের নিরপরাধ মানুষদের যারা হত্যা করছে তাদের সহযোগিতায় এ সরকার ক্ষমতায় আছে।’ 

দেশে মানবাধিকারও চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে জানান তিনি। 

বৈঠকে বক্তব্য রাখেন- ডেমোক্রেসি ওয়ার্কিং গ্রুপের গবেষণা সম্পাদক মোস্তফা ইকবাল, সহ গবেষণা সম্পাদক মু. কামরুল আহসান রাসেল, আব্দুল্লাহ আল মামুন, হাসান মোর্শেদ, আবু হানিফ, মনজুরুল ইসলাম, সালমান সাদী, আবুল মনসুর, মো. শহিদুল ইসলাম, আলিফ চৌধুরী, আব্দুল জলিল রিয়াদ, মো. আবু বকর সিদ্দিক, মা. ইবেন আহেমদ প্রমুখ।