যুবদলের পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।