রাজনীতি

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দুই দিনের কর্মসূচি ইসলামী আন্দোলনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ১৭ মে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ এবং ৩১ মে ঢাকায় গণমিছিল।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা এবিএম জাকারিয়া, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, জিএম রুহুল আমিন, অধ্যাপক নাসির উদ্দিন খান, মাওলানা আরিফুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ডামি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনে বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে ইসলামী দলগুলোর নাকি কোনো মিছিল-মিটিং তিনি দেখছেন না। তার চোখের চিকিৎসা করানো দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনে ইসরায়েলি হামলার শুরু থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহতভাবে করে আসছে।

তিনি বলেন, আগামী ১৭ মে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। আগামী ৩১ মে দলের আমির পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিল হবে। গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্যে সরকারকে ফিলিস্তিনে সেনা প্রেরণের দাবি জানিয়েছেন। হাছান মাহমুদ সাহেবরা আন্তরিক হলে ফিলিস্তিনে সেনাবাহিনী পাঠিয়ে আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করুন।