রাজনীতি

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জিএম কাদের, মেনন ও ইনু

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জুবিলি’র আলোচনা সভায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ বিভিন্ন দলের নেতারা।

রোববার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দুপুর আড়াইটার দিকে তারা অতিথি গ্যালারিতে উপস্থিত হয়েছেন। 

আলোচনা সভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারিসহ ১৪ দলের অন্যান্য দলের নেতাদের দেখা যায়।

এ ছাড়া, বি‌ভিন্ন দে‌শ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি‌নি‌ধি উপ‌স্থিত ছি‌লেন।

মঞ্চে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রুম, এ এইচ এম খায়রুজাজামান লিটন, সৈয়দা জেবু‌ন্নেছা হক র‌য়ে‌ছেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ‌্য দি‌য়ে এবং বেলুন উ‌ড়ি‌য়ে প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদ্বোধন ক‌রেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা।