রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল-রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারও গতকাল (রোববার) রাত সাড়ে চারটায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।

সোমবার (৮ জুলাই) সকালে হাসপাতালে তাকে দেখেত যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সকাল ১১টার দিকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে যান। এরপর দুপুর ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান।

হাসপাতালে তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, রোববার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে বিএনপি চেয়ারপার্সনকে কেবিনে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।